আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম - কেন্দুয়া কলেজ EIIN: 113076
  • রিসেপশন
  • + (88) 01711230814
  • ই-মেইল
  • kendua.com@gmail.com
  • অফিস: লোকেশন
  • কেন্দুয়া পৌরসভা, কেন্দুয়া, নেত্রকোণা।






  • আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে আমাদের বয়স হিসাব করতে হয়। আমরা বয়স হিসাব করার জন্য প্রায়ই মুখে মুখে হিসাব করে থাকি যা যথেষ্ট সময়সাপেক্ষ এবং ঝামেলার। অপরদিকে, অনলাইনে বয়স ক্যালকুলেটরের মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের বয়স হিসাব করতে পারি। নিচের বাংলা বয়স ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজেই জন্ম তারিখ প্রবেশ করানোর মাধ্যমে সম্পূর্ণ নির্ভূলভাবে বয়স হিসাব করা যাবে।


    অনলাইন বয়স ক্যালকুলেটর

    আপনার জন্ম তারিখ প্রবেশ করুন

    তারিখ ইংরেজিতে প্রবেশ করুন

    দিন মাস সাল

    যে তারিখে বয়স হিসাব করতে চান তা প্রবেশ করুন

    আপনার ডিভাইসের তারিখ অনুযায়ী আজকের তারিখ ডিফল্টভাবে প্রবেশ করানো রয়েছে

    দিন মাস সাল

      


    বয়স ক্যালকুলেটর দিয়ে বয়স হিসাব করার ধাপসমূহ

    বয়স ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই বয়স হিসাব করা যায়। বয়স হিসাব করার জন্য-


    ১। বাংলা বয়স ক্যালকুলেটরের প্রথম অংশে সঠিক ভাবে জন্ম তারিখ প্রবেশ করাতে হবে। তারিখটি অবশ্যই ইংরেজিতে হতে হবে।


    ২। এরপর নিচের অংশে যে তারিখে বয়স হিসাব করতে হবে তা প্রবেশ করাতে হবে। যদি বর্তমান তারিখে বয়স হিসাব করতে হয় তাহলে কিছুই প্রবেশ করাতে হবে না। বয়স ক্যালকুলেটর ডিফল্টভাবে ডিভাইসের তারিখ অনুযায়ী বয়স হিসাব করবে।


    ৩। সবশেষে বয়স গণনা করুন বাটনে ক্লিক করলেই বর্তমান বয়স নির্ভূলভাবে বের হয়ে আসবে।


    বিঃদ্রঃ যে তারিখে বয়স হিসাব করতে হবে তা ডিভাইসের তারিখ অনুযায়ী ডিফল্টভাবে সেট হয়ে যাবে। এক্ষেত্রে ডিভাইসের তারিখ ভূল থাকলে বয়সের হিসাবে ভূল ফলাফল আসতে পারে।


    বাংলা বয়স ক্যালকুলেটর অনলাইন | Bangla Age Calculator Online


    বয়স হিসাব করার নিয়ম

    বয়স হিসাব করার সবচেয়ে সহজ নিয়ম হলো বর্তমান সাল থেকে জন্মসাল বিয়োগ করা। প্রাপ্ত বিয়োগফলই হবে বর্তমান বয়স। এভাবে অত্যন্ত সহজে বয়স বের করা যায়। কিন্ত এ পদ্ধতির সমস্যা হলো এভাবে বছর বের করা গেলেও মাস ও দিন বের করা যায় না।


    মাস ও দিন সহ বয়স হিসাব করার নিয়ম

    মাস ও দিনসহ বয়স হিসাব করার জন্য নিচের দেখানো পদ্ধতি অনুসরণ করতে হবে। নিচের দেখানো পদ্ধতি অনুসরণ করে মাস ও দিন সহ বয়স বের করার জন্য আগে জন্ম তারিখ জানতে হবে। এরপর কোন তারিখে বয়স হিসাব করতে হবে তা জানতে হবে।


    আমরা যদি 28/07/2005 কে জন্ম তারিখ এবং 22/08/2022 কে বর্তমান তারিখ ধরে মাস ও দিনসহ বয়স হিসাব করতে চাই তাহলে হিসাবের ধাপগুলো হবে-


    ধাপ-১ঃ প্রথম ধাপে তারিখের হিসাব করতে হবে। এজন্য বর্তমান তারিখ থেকে জন্মতারিখ বাদ দিতে হবে। এখানে যেহেতু 22 থেকে 28 বাদ দেওয়া যায় না তাই সেই মাসে যতদিন আছে ততদিন ধার নিতে হবে। এখানে ৮তম মাস 31 দিনে তাই 22 এরসাথে 31 যোগ করে 28 থেকে বিয়োগ করতে হবে। এখানে বিয়োগফল আসবে 25, যা হবে দিনসংখ্যা।


    ধাপ-২ঃ দ্বিতীয় ধাপে মাসের হিসাব করতে  হবে। এজন্য বর্তমান মাস থেকে জন্মসালের মাস বাদ দিতে হবে। যেহেতু আগের ধাপে 1 মাস কে দিনে রূপান্তর করা  হয়েছে তাই বর্তমান মাসের 1 যোগ করে তারপর বিয়োগ করতে হবে। এখানে 7 এর সাথে 1 যোগ করে 8 থেকে বিয়োগ করতে হবে। এখানে বিয়োগফল হবে 0. অর্থাৎ মাস সংখ্যা হবে 0.


    ধাপ-৩ঃ তৃতীয় এবং শেষ ধাপে বছরের হিসাব করতে হবে। এজন্য বর্তমান বছর থেকে জন্মসালের বছর বাদ দিতে হবে। এখানে 2022 থেকে 2005 কে বিয়োগ দিলে বিয়োগফল হবে 17. অর্থাৎ বছর সংখ্যা হবে 17.


    উপরের হিসাব অনুযায়ী বয়স হবে 17 বছর 0 মাস 25 দিন। এভাবে নিজে নিজে মাস ও দিনসহ বয়স হিসাব করা হয়। এই ব্যাপারটা অত্যন্ত কষ্টসাধ্য এবং সময়সাপেক্ষে। উপরের Bangla Age Calculator দিয়ে খুব সহজেই শুধুমাত্র জন্ম তারিখ দিয়েই বয়স নির্ভূলভাবে বের করা যাবে।







    Generate Bangla Privacy Policy for Blog or Website


    নিচ থেকে আপনার Bangla Privacy Policy কপি করুন!!




    Bangla Privacy Policy Page এর বিষয়বস্তু:

    নিচে Bangla Privacy Policy Page এর ডিজাইন দেওয়া হলো যেটা Bangla Privacy Policy Page Generator For Blogger Website থেকে জেনারেট করলে আপনি পাবেন। যাইহোক, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী Bangla Privacy Policy Page এর HTML কোডে কিছু পরিবর্তন করতে পারেন। নিচে আপনি Bangla Privacy Policy Page এর নমুনা দেখতে পাবেন যেটা আমাদের Bangla Privacy Policy Page Generator For Blogger Website টুল টি তৈরি করবে।


    এর জন্য গোপনীয়তা নীতি

    আপনার গোপনীয়তা সঠিকভাবে সংরক্ষণের জন্য আমরা আমাদের ওয়েবসাইট এর নীতি এখানে তুলে ধরলাম। এই পাতা থেকে আপনি জানতে পারবেন আমরা কীভাবে আমাদের দর্শকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং সংরক্ষণ করি। তাছাড়া আপনি এই পাতা থেকে আমাদের অন্যান্য নীতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন।


    গোপনীয়তা নীতি সম্পর্কে আপনার যদি আরও কোন প্রশ্ন থাকে বা আরো অতিরিক্ত বিবরণের প্রয়োজন হয় তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না।


    এই গোপনীয়তা নীতি শুধুমাত্র আমাদের অনলাইন ক্রিয়াকলাপের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং আমাদের ওয়েবসাইটে ভিজিটরদের দ্বারা আদান-প্রদান করা এবং/অথবা সংগৃহীত তথ্যের ক্ষেত্রে প্রযোজ্য। এই নীতি এই ওয়েবসাইটের বাইরে বা অন্য উপায়ে সংগৃহীত ডেটাকে প্রভাবিত করবে না। আমাদের ওয়েবসাইটের গোপনীয়তা নীতি তৈরি করতে Bangla Privacy Policy Page Generator ব্যবহার করা হয়েছিল।


    সম্মতি

    আমাদের ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে, আপনি এখানে আমাদের গোপনীয়তা নীতিতে সম্মত হন এবং এর শর্তাদিতে সম্মত হন।


    আমরা কী ধরনের তথ্য সংগ্রহ করি?

    আপনাকে আমাদের ওয়েবসাইটে যেসব ব্যক্তিগত তথ্য সরবরাহ করতে বলা হয়েছে এবং যে কারণে আপনাকে এটি সরবরাহ করতে বলা হয়েছে, তা এই মুহুর্তে আপনার কাছে পরিস্কার করা হবে যে আমারা কী কারণে আপনাকে ব্যক্তিগত তথ্য সরবরাহ করতে বলি।


    আপনি যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেন বা আমাদের ওয়েবসাইট এ মন্তব্য করেন তাহলে আমরা আপনার সম্পর্কে অতিরিক্ত তথ্য যেমন আপনার নাম, ইমেল ঠিকানা, ফোন নম্বর, বার্তার সামগ্রী এবং / অথবা আপনি আমাদের প্রেরণ করতে পারেন এমন সংযুক্তি এইসব তথ্য পেতে পারি এবং আমরা এগুলো সংরক্ষণ করে রাখি।


    সংগৃহীত তথ্য আমরা কিভাবে ব্যবহার করি?

    আমরা যেসব তথ্য আপনার কাছ থেকে সংগ্রহ করি তা বিভিন্নভাবে ব্যবহার করি, যার মধ্যে রয়েছে:
    • আমাদের ওয়েবসাইট পরিচালনা, সরবরাহ এবং সংরক্ষণ করতে
    • আমাদের ওয়েবসাইট উন্নত, প্রসারিত এবং ব্যাক্তিগতকরণ করতে।
    • আপনি কীভাবে আমাদের ওয়েবসাইট ব্যবহার করেন তা বুঝতে ও বিশ্লেষণ করতে।
    • আপনাকে ওয়েবসাইট সম্পর্কিত আপডেট এবং অন্যান্য তথ্য সরবরাহ করতে এবং বিপণন ও প্রচারমূলক উদ্দেশ্যে, সরাসরি বা আমাদের অংশীদারদের মধ্য দিয়ে গ্রাহক পরিষেবাদিসহ আপনার সাথে যোগাযোগ করতে।
    • আপনাকে ইমেইল প্রেরণ করতে।
    • জালিয়াতি খুঁজতে ও প্রতিরোধ করতে।

    লগ ফাইল

    , লগ ফাইলগুলি ব্যবহারের একটি মানসম্মত পদ্ধতি অনুসরণ করে। এই ফাইলগুলো লগইন হয় যখন দর্শক কোন ওয়েবসাইট ভিজিট করে। সমস্ত হোস্টিং সংস্থাগুলি এটি করে এবং হোস্টিং পরিষেবাদির বিশ্লেষণের একটি অংশ।  লগ ফাইলগুলি দ্বারা সংগৃহীত তথ্যগুলির মধ্যে রয়েছে ইন্টারনেট প্রোটোকল (আইপি) ঠিকানা, ব্রাউজারের ধরণ, ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী (আইএসপি), তারিখ এবং সময় স্ট্যাম্প, উল্লেখ / প্রস্থান পৃষ্ঠাগুলি এবং সম্ভবত ক্লিকের সংখ্যা। এগুলি ব্যক্তিগতভাবে সনাক্তযোগ্য কোনও তথ্যের সাথে সংযুক্ত নয়। এই তথ্য এর   উদ্দেশ্য হ'ল প্রবণতা বিশ্লেষণ করা, সাইট পরিচালনা করা, ওয়েবসাইটে ব্যবহারকারীদের আন্দোলন ট্র্যাক করা এবং জনসংখ্যার তথ্য সংগ্রহ করা।


    কুকিজ এবং ওয়েব বীকন

    অন্যান্য ওয়েবসাইট এর মত, কুকিজ ব্যাবহার করে। এই কুকিগুলি দর্শকদের পছন্দসমূহ এবং ওয়েবসাইটটিতে যে পৃষ্ঠাগুলিতে ভিজিটর অ্যাক্সেস করেছে বা দেখেছিল সেগুলির তথ্য সংরক্ষণ করতে ব্যবহার করা হয়। দর্শকদের ব্রাউজারের ধরন এবং / বা অন্যান্য তথ্যের উপর ভিত্তি করে আমাদের ওয়েব পৃষ্ঠার সামগ্রীটি কাস্টমাইজ করে তথ্যগুলির ব্যবহারকারীর অভিজ্ঞতা অনুকূল করতে ব্যবহৃত হয়। কুকি সম্পর্কিত আরও সাধারণ তথ্যের জন্য, কুকি সম্মতি থেকে "কুকিজ কী?" দয়া করে পড়ুন।


    বিজ্ঞাপনের অংশীদারদের গোপনীয়তা নীতি

    এর বিজ্ঞাপনী অংশীদারদের প্রত্যেকের গোপনীয়তা নীতি খুঁজতে আপনি এই তালিকা দেখতে পারেন।


    তৃতীয় পক্ষের বিজ্ঞাপন সার্ভার বা বিজ্ঞাপন নেটওয়ার্কগুলি কুকিজ, জাভাস্ক্রিপ্ট, বা ওয়েব বীকনগুলির মতো প্রযুক্তি ব্যবহার করে যা তাদের নিজ নিজ বিজ্ঞাপনে ব্যবহৃত হয় এবং লিঙ্কগুলি যা এ প্রদর্শিত হয় যেগুলি ব্যবহারকারীদের ব্রাউজারে সরাসরি প্রেরণ করা হয়।  যখন এটি ঘটে তখন তারা স্বয়ংক্রিয়ভাবে আপনার আইপি ঠিকানাটি গ্রহণ করে।  এই প্রযুক্তিগুলি তাদের বিজ্ঞাপন প্রচারের কার্যকারিতা পরিমাপ করতে এবং / অথবা আপনি যে ওয়েবসাইটগুলিতে ভিজিট করেন সেগুলির বিজ্ঞাপনী সামগ্রীটি ব্যক্তিগতকৃত করতে ব্যবহৃত হয়।


    নোট করুন যে তৃতীয় পক্ষের বিজ্ঞাপনদাতাদের দ্বারা ব্যবহৃত এই কুকিগুলির উপর এর প্রবেশাধিকার বা নিয়ন্ত্রণ নেই।


    তৃতীয় পক্ষের গোপনীয়তা নীতিসমূহ

    এর গোপনীয়তা নীতি অন্যান্য বিজ্ঞাপনদাতাদের বা ওয়েবসাইটে প্রয়োগ হয় না।  সুতরাং, আমরা আপনাকে বিস্তারিত তথ্যের জন্য এই তৃতীয় পক্ষের বিজ্ঞাপন সার্ভারগুলির সম্পর্কিত গোপনীয়তা নীতিগুলির সাথে পরামর্শ করার পরামর্শ দিচ্ছি। এখানে তাদের নির্দেশনা থাকতে পারে যে এটি কীভাবে বিভিন্ন অপশনের মাধ্যমে অপ্ট আউট করা যায়।


    আপনি বিকল্প হিসেরবে আপনার স্বতন্ত্র ব্রাউজার কে কুকি অক্ষম করতে বেছে নিতে পারেন। নির্দিষ্ট ওয়েব ব্রাউজারগুলির সাথে কুকি পরিচালনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য এই ব্রাউজারগুলির সম্পর্কিত ওয়েবসাইটগুলিতে পাওয়া যাবে।


    সিসিপিএ গোপনীয়তা অধিকার (আমার ব্যক্তিগত তথ্য বিক্রয় করবেন না)

    সিসিপিএ এর অধীনে অন্যান্য অধিকারের মধ্যে গ্রাহকদের এই অধিকার রয়েছে:


    কোনও ব্যবসায় যা গ্রাহকের ব্যক্তিগত ডেটা সংগ্রহ করে এমন একটি ব্যবসায়ীর গ্রাহকরা সম্পর্কে সংগ্রহ করা ব্যক্তিগত ডেটা বিভাগ এবং নির্দিষ্ট টুকরো প্রকাশ করতে অনুরোধ করা।


    একটি ব্যবসায় যা গ্রাহক সম্পর্কে যেকোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে তা মুছে ফেলার অনুরোধ করা।


    একটি ব্যবসায় যা গ্রাহকের ব্যক্তিগত তথ্য বিক্রি করে তাদেরকে ব্যক্তিগত তথ্য বিক্রি না করতে অনুরোধ করা।


    আপনি যদি কোনও অনুরোধ করেন তবে এক মাসের মধ্যে মধ্যে আমরা আপনার কাছে সাড়া দিবো। আপনি যদি এই কোনও অধিকার প্রয়োগ করতে চান তবে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন।


    জিডিপিআর ডেটা সুরক্ষা অধিকার

    আমরা নিশ্চিত করতে চাই যে আপনি আপনার সমস্ত ডেটা সুরক্ষা অধিকার সম্পর্কে পুরোপুরি সচেতন।  প্রতিটি ব্যবহারকারীর নীচের বিষয়গুলোর অধিকারী:


    অ্যাক্সেসের অধিকার - আপনার নিজের ব্যক্তিগত ডেটা অনুলিপির অনুরোধ করার অধিকার আছে।  এই পরিষেবার জন্য আমরা আপনাকে একটি সামান্য ফি চার্জ করতে পারি।


    সংশোধন করার অধিকার - আপনার কাছে অনুরোধ করার অধিকার রয়েছে আমাদেরকে সংশোধন করার যে আপনি বিশ্বাস করেন যে কোনও তথ্যই সঠিক নয়। আপনার কাছে এই অধিকারও রয়েছে যে তথ্য গুলোকে সংশোধন করার যদি আপনি বিশ্বাস করেন তথ্য গুলো সঠিক নয়।


    মুছে ফেলার অধিকার - আপনার কাছে অনুরোধ করার অধিকার রয়েছে যাতে নির্দিষ্ট শর্তে আমরা আপনার ব্যক্তিগত তথ্য মুছে ফেলি।


    প্রক্রিয়াকরণ সীমাবদ্ধ করার অধিকার - আপনার কাছে অনুরোধ করার অধিকার রয়েছে যে আমরা কিছু শর্তে আপনার ব্যক্তিগত ডেটা প্রক্রিয়াকরণকে সীমাবদ্ধ করি।


    ডেটা বহনযোগ্যতার অধিকার - আপনার কাছে অনুরোধ করার অধিকার রয়েছে যে আমরা নির্দিষ্ট শর্তে আমরা যে তথ্য সংগ্রহ করেছি তা অন্য কোনও সংস্থায় বা সরাসরি আপনার কাছে স্থানান্তর করব।


    আপনি যদি কোনও অনুরোধ করেন তবে এক মাসের মধ্যে মধ্যে আমরা আপনার কাছে সাড়া দিবো। আপনি যদি এই কোনও অধিকার প্রয়োগ করতে চান তবে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন।


    শিশুদের তথ্য

    আমাদের অগ্রাধিকারের অন্য একটি অংশটি ইন্টারনেট ব্যবহার করার সময় বাচ্চাদের সুরক্ষা যুক্ত করছে। আমরা পিতামাতা এবং অভিভাবকদের তাদের অনলাইন ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ, অংশগ্রহণ, এবং / অথবা পর্যবেক্ষণ এবং গাইড করতে উৎসাহিত করি।


    ১৩ বছরের কম বয়সের বাচ্চাদের কাছ থেকে জেনে বুঝে কোনও ব্যক্তিগত শনাক্তযোগ্য তথ্য সংগ্রহ করে না। আপনি যদি মনে করেন যে আপনার শিশু আমাদের ওয়েবসাইটে এই জাতীয় তথ্য সরবরাহ করে, আমরা আপনাকে অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করতে উৎসাহিত করব এবং আমরা রেকর্ড  থেকে অবিলম্বে তা অপসারণের চেষ্টা করবো।


    বাংলায় গোপনীয়তা নীতি পেজ জেনারেট করার জন্যঃ

    1. প্রথম অংশে আপনার ওয়েবসাইটের আইনগত নাম দিন (Inc, LLC সহ)।
    2. এরপর আপনার ওয়েবসাইট এর ওয়েব অ্যাড্রেস (URL) দিন।
    3. এরপর Generate Bangla Privacy Policy এ ক্লিক করলেই বাংলায় গোপনীয়তা নীতি পেজ তৈরি হয়ে যাবে।

    Bangla Privacy Policy Page Generator For Blogger Website | ব্লগারের জন্য বাংলা Privacy Policy পেজ জেনারেটর

    Bangla Privacy Policy Page কী?

    Bangla Privacy Policy Page হলো কোন ওয়েবসাইটের বাংলায় তৈরি করা একটি পেজ যেখানে ওয়েবসাইটটি ভিজিটরদের কাছে থেকে যে যে তথ্যগুলো সংগ্রহ করে এবং তা কীভাবে ব্যবহার করে সেটা বলা থাকে।


    ওয়েবসাইটের জন্য Bangla Privacy Policy Page তৈরি করা কেন প্রয়োজন?

    Privacy Policy Page কোনো ওয়েবসাইট সম্পর্কে গ্রাহকদের বিশ্বাস এবং ইতিবাচক ধারণা তৈরি করতে সাহায্য করে। এই পেজ এটা জানায় যে ওয়েবসাইটটি ব্যবহার কারিদের তথ্য নিয়ে কী করে। এছাড়া আপনার ওয়েবসাইটটি যদি গুগল অ্যাডসেন্স এ আপ্রুভাল পেতে চান তাহলে আপনার ওয়েবসাইটে অবশ্যই একটি গোপনীয়তা নীতি (Privacy Policy Page) পৃষ্ঠা থাকা উচিত। ওয়েবসাইটটি যদি বাংলায় তৈরি করা তাহলে আপনার গোপনীয়তা নীতি পৃষ্ঠা (Privacy Policy Page) টি অবশ্যই বাংলায় তৈরি করা উচিত। আর এ জন্যই Abiskarok আপনার ওয়েবসাইটের Bangla Privacy Policy তৈরি করার জন্য এই Free Bangla Privacy Policy Page Generator Tool টি তৈরি করেছে।


    Bangla Privacy Policy Page কীভাবে তৈরি করবো?

    আমাদের টুলস এর মাধ্যমে আপনি খুব সহজেই বাংলায় গোপনীয়তা নীতি পৃষ্ঠা (Bangla Privacy Policy Page) তৈরি করতে পারবেন। এজন্য যা যা প্রয়োজন হবে তা হলোঃ আপনার ওয়েবসাইটের একটি আইনগত নাম, এবং আপনার ওয়েবসাইটের URL. আপনি আমাদের এই Free Bangla Privacy Policy Page Generator Tool এ এসব তথ্য দিলেই তাৎক্ষনিক ভাবেই আপনার ওয়েবসাইটের Bangla Privacy Policy Page তৈরি হয়ে যাবে।


    Bangla Privacy Policy Page তৈরি করতে কত সময় লাগবে?

    বাংলায় গোপনীয়তা নীতি পৃষ্ঠা (Bangla Privacy Policy Page) তৈরি করার আগে আপনার ওয়েবসাইটের একটি আইনগত নাম এবং আপনার ওয়েবসাইটের URL দিলেই আমাদের Bangla Privacy Policy Page Generator Tool এ দিতে হবে। এ তথ্যগুলো দিয়ে Generate Bangla Privacy Policy Page বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার ওয়েবসাইটের জন্য বাংলায় গোপনীয়তা নীতি পৃষ্ঠা তৈরি হয়ে যাবে। আপনি সরাসরি Copy HTML Code বাটনে ক্লিক করে আপনার Bangla Privacy Policy Page এর কোড কপি করতে পারবেন। এখন আপনার ওয়েবসাইটের Privacy Policy (গোপনীয়তা নীতি) এর HTML সেকশনে পেস্ট করে দিলেই কাজ শেষ।


    Bangla Privacy Policy Page তৈরি করার জন্য ব্যবহারকারীকে কি রেজিস্ট্রেশন করতে হবে?

    না, আমাদের Bangla Privacy Policy Page Generator Tool এ আপনার ওয়েবসাইটের জন্য বাংলায় গোপনীয়তা নীতি পৃষ্ঠা (Bangla Privacy Policy Page) তৈরি করতে কোনো রেজিস্ট্রেশন এর প্রয়োজন হবে না। শুধুমাত্র আপনার ওয়েবসাইটের কিছু তথ্য দিলেই হয়ে যাবে যেটা Bangla Privacy Policy Page তৈরি করার জন্য ব্যবহৃত হবে।


    Bangla Privacy Policy Page তৈরি করার জন্য ব্যবহারকারীকে কি টাকা দিতে হবে?

    না, আমাদের Bangla Privacy Policy Page Generator Tool এ আপনার ওয়েবসাইটের জন্য আমাদের সম্পর্কে পৃষ্ঠা (Bangla Privacy Policy) তৈরি করতে কোনো টাকা প্রদানের প্রয়োজন হবে না। আপনি যত ইচ্ছা তত ফ্রিতে Bangla Privacy Policy Page তৈরি করতে পারবেন, এর কোনো নির্দিষ্ট সীমা নাই।

     







    Bangla About Us Page Generator for Blogger WordPress and other Websites for Free


    Copy your Bangla About Us Page below!!




    Bangla About Us Page এর বিষয়বস্তু:

    নিচে Bangla About Us Page এর ডিজাইন দেওয়া হলো যেটা Bangla About Us Page Generator For Blogspot Blogger থেকে জেনারেট করলে আপনি পাবেন। যাইহোক, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী Bangla About Us Page এর HTML কোডে কিছু পরিবর্তন করতে পারেন। নিচে আপনি Bangla About Us Page এর নমুনা দেখতে পাবেন যেটা আমাদের Bangla About Us Page Generator For Blogspot Blogger টুল টি তৈরি করবে।


    আমাদের সম্পর্কে !

    WebsiteName এ স্বাগতম

    WebsiteName হলো একটি প্রফেশনাল WebsiteType প্লাটফরম। এখানে আমরা শুধুমাত্র সেই সব জিনিস প্রদান করবো, যেটা আপনি পছন্দ করেন। আমরা আপনাকে WebsiteType, বিষয়ে WebsiteSpeciality এর ওপর নির্ভরযোগ্য তথ্য প্রদানে আমাদের সর্বোচ্চ চেষ্টা করি। আমরা WebsiteType এর প্রতি আমাদের আবেগকে একটি ক্রমবর্ধমান অনলাইন ওয়েবসাইট এ পরিণত করতে কাজ করে যাচ্ছি। আশাকরি আপনারা WebsiteType ততটাই উপভোগ করেন যতটা আমরা আপনাকে এই বিষয় গুলো নিয়ে তথ্য প্রদান করে আনন্দ পাই।

    আমরা আপনার পছন্দের বিষয়গুলি নিয়ে আমাদের ওয়েবসাইটে আরও গুরুত্বপূর্ণ পোস্ট করতে থাকব। আপনি শুধুমাত্র ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন.


    আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ।
    আপনার দিনটি শুভ হোক !


    বাংলায় আমাদের সম্পর্কে পেজ জেনারেট করার জন্যঃ

    1. প্রথম অংশে আপনার ওয়েবসাইটের আইনগত নাম দিন (Inc, LLC সহ)।
    2. এরপর আপনার ওয়েবসাইট টা কী ধরণের সেটা দিন। যেমনঃ ই-কমার্স, Blogging, Educational, ডেটিং ইত্যাদি।
    3. এরপর আপনার ওয়েবসাইটের বিশেষ বৈশিষ্ঠ্য গুলো দেওয়ার পর Generate Bangla About Us Page এ ক্লিক করলেই বাংলায় আমাদের সম্পর্কে পেজ তৈরি হয়ে যাবে।


    Bangla About Us Page কী?

    Bangla about us page হলো কোনো ওয়েবসাইটের বাংলায় তৈরি করা একটি পেজ যেখানে সেই ওয়েবসাইট এবং ওয়েবসাইটের মালিক সম্পর্কে তথ্য দেওয়া থাকে। আমাদের সম্পর্কে পেজ হলো একটি সাধারণ পৃষ্টা যেটা ইন্টারনেটে অবস্থিত প্রতিটি ওয়েবসাইট তাদের দর্শদেরকে দেখার অনুমতি প্রদান করে।


    ইন্টারনেটে অবস্থিত প্রতিটি ওয়েবসাইটের একটি আমাদের সম্পর্কে পৃষ্ঠা থাকা উচিত যাতে ওয়েবসাইটের দর্শক এবং ব্যবহারকারীরা সহজেই ওয়েবসাইটের মালিক এবং ওয়েবসাইট সম্পর্কে জানতে পারে। আপনি কোনো স্ট্যাটিক সাইট, ওয়ার্ডপ্রেস, উইক্স, ব্লগার বা অন্য যেকোনো প্ল্যাটফর্মেই ওয়েবসাইট তৈরি করেন করেন না কেন আপনি আমাদের Bangla About Us Page Generator থেকে আপনার ওয়েবসাইটের জন্য আমাদের সম্পর্কে পেইজ তৈরি করতে পারেন।


    Bangla About Us Page Generator For Blogspot Blogger | ব্লগস্পট ব্লগারের জন্য বাংলা About Us পেজ জেনারেটর


    ওয়েবসাইটের জন্য Bangla About Us Page তৈরি করা কেন প্রয়োজন?

    About us page কোনো ওয়েবসাইট সম্পর্কে গ্রাহকদের বিশ্বাস এবং ইতিবাচক ধারণা তৈরি করতে সাহায্য করে। আবার আপনার ওয়েবসাইটটি যদি গুগল অ্যাডসেন্স এ আপ্রুভাল পেতে চান তাহলে আপনার ওয়েবসাইটে অবশ্যই একটি আমাদের সম্পর্কে (About Us Page) পৃষ্ঠা থাকা উচিত। ওয়েবসাইটটি যদি বাংলায় তৈরি করা তাহলে আপনার আমাদের সম্পর্কে (About Us Page) টি অবশ্যই বাংলায় তৈরি করা উচিত। আর এ জন্যই Abiskarok আপনার ওয়েবসাইটের Bangla About Us Page তৈরি করার জন্য এই Free Bangla About Us Page Generator Tool টি তৈরি করেছে।


    Bangla About Us Page কীভাবে তৈরি করবো?

    আমাদের টুলস এর মাধ্যমে আপনি খুব সহজেই বাংলায় আমাদের সম্পর্কে পৃষ্ঠা (Bangla About Us Page) তৈরি করতে পারবেন। এজন্য যা যা প্রয়োজন হবে তা হলোঃ আপনার ওয়েবসাইটের একটি আইনগত নাম, আপনার ওয়েবসাইটের ধরণ এবং আপনার ওয়েবসাইটের বিশেষ বৈশিষ্ঠ্য। আপনি আমাদের এই Free Bangla About Us Page Generator Tool এ এসব তথ্য দিলেই তাৎক্ষনিক ভাবেই আপনার ওয়েবসাইটের Bangla About Us Page তৈরি হয়ে যাবে।


    Bangla About Us Page তৈরি করতে কত সময় লাগবে?

    বাংলায় আমাদের সম্পর্কে পৃষ্ঠা (Bangla About Us Page) তৈরি করার আগে আপনার ওয়েবসাইটের একটি আইনগত নাম, আপনার ওয়েবসাইটের ধরণ এবং আপনার ওয়েবসাইটের বিশেষ বৈশিষ্ঠ্য আমাদের Bangla About Us Page Generator Tool এ দিতে হবে। এ তথ্যগুলো দিয়ে Generate Bangla About Us Page বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার ওয়েবসাইটের জন্য বাংলায় আমাদের সম্পর্কে পৃষ্ঠা তৈরি হয়ে যাবে। আপনি সরাসরি Copy HTML Code বাটনে ক্লিক করে আপনার Bangla About Us Page এর কোড কপি করতে পারবেন। এখন আপনার ওয়েবসাইটের About Us Page (আমাদের সম্পর্কে পৃষ্ঠা) এর HTML সেকশনে পেস্ট করে দিলেই কাজ শেষ।


    Bangla About Us Page তৈরি করার জন্য ব্যবহারকারীকে কি রেজিস্ট্রেশন করতে হবে?

    না, আমাদের Bangla About Us Page Generator Tool এ আপনার ওয়েবসাইটের জন্য আমাদের সম্পর্কে পৃষ্ঠা (About Us Page) তৈরি করতে কোনো রেজিস্ট্রেশন এর প্রয়োজন হবে না। শুধুমাত্র আপনার ওয়েবসাইটের কিছু তথ্য দিলেই হয়ে যাবে যেটা Bangla About Us Page তৈরি করার জন্য ব্যবহৃত হবে।


    Bangla About Us Page তৈরি করার জন্য ব্যবহারকারীকে কি টাকা দিতে হবে?

    না, আমাদের Bangla About Us Page Generator Tool এ আপনার ওয়েবসাইটের জন্য আমাদের সম্পর্কে পৃষ্ঠা (About Us Page) তৈরি করতে কোনো টাকা প্রদানের প্রয়োজন হবে না। আপনি যত ইচ্ছা তত ফ্রিতে Bangla About Us Page তৈরি করতে পারবেন, এর কোনো নির্দিষ্ট সীমা নাই।







    Google Drive Direct Download Link Generator





    গুগল ড্রাইভ ফাইল ডাউনলোড লিংক জেনারেট করার জন্যঃ

    1. উপরের Google Drive Direct Download Link Generator এর URL অংশে যে ফাইলটি ডাউনলোড করতে হবে তার URL দিন।
    2. Generate Direct Download Link বাটনে ক্লিক করে ৫ সেকেন্ড অপেক্ষা করুন। Google Drive Direct Download Link Generator অটোমেটিক আপনার ফাইলের ডাউনলোড লিংক তৈরি করবে।
    3. Download Link জেনারেট হয়ে গেলে Copy Generated Link বাটনে ক্লিক করে কপি করার পর এটি নতুন ট্যাব এ পেস্ট  করলেই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে।

    Download Google Drive Files Directly | গুগল ড্রাইভের ফাইল সরাসরি ডাউনলোড

    গুগল ড্রাইভ (Google Drive) কী?

    গুগল ড্রাইভ (Google Drive) হলো গুগলের একটি ফাইল সংরক্ষণ সিঙ্ক্রোনাইজেশন পরিষেবা। গুগল ড্রাইভ (Google Drive) ব্যবহারকারীদের ক্লাউডে (গুগলের সার্ভারে) ফাইল সংরক্ষণ করতে, ব্যবহারকারীদের বিভিন্ন ডিভাইসে ফাইলগুলিকে সিঙ্ক্রোনাইজ করতে এবং ফাইলগুলি শেয়ার করার অনুমতি দেয়৷ গুগল ড্রাইভের ওয়েব অ্যাপ সহ Android, Windows, macOS এবং  iOS স্মার্টফোন এবং ট্যাবলেটগুলির জন্য আলাদা আলাদা অ্যাপ বা সফট্যয়ার রয়েছে। এই অ্যাপ গুলো অফলাইনেও কাজ করে থাকে।

    Google Drive ব্যবহারকারীদের Google One-এর মাধ্যমে প্রাথমিক ভাবে ১৫ জিবি (15 GB) ফ্রি স্টোরেজ দিয়ে থাকে। যেখানে ব্যবহারকারীরা তাদের ফোনের অডিও, ভিডিও, ছবি সহ সকল ধরণের ফাইল সংরক্ষণ করতে পারে।


    গুগল ড্রাইভে ফাইল রাখবো কীভাবে?

    গুগল ড্রাইভে ফাইল রাখার জন্য বা আপলোড করার জন্য প্রথমে গুগল ড্রাইভ অ্যাপ ফোনে ইন্সটল করতে হবে এজন্যঃ

    1. প্লে ষ্টোরে (Play Store) গিয়ে সার্চ বারে Google Drive লিখে সার্চ করতে হবে।
    2. এরপর অনেক গুলো অপশন আসবে যার প্রথমটাই হচ্ছে গুগল ড্রাইভ। এখন Install বাটনে ক্লিক করে করে Install নিতে হবে।
    3. সফলভাবে Install করা হয়ে গেলে গুগল ড্রাইভ ওপেন করতে হবে।
    4. এরপর নিচের বাম দিকের প্লাস (+) আইকনে ক্লিক করে আপলোড বাটনে প্রেস করতে হবে।
    5. এখান থেকে যে ফাইলটি আপলোড করতে হবে সেটা সিলেক্ট করে Done এ ক্লিক করলে আপলোড শুরু হয়ে যাবে।

    গুগল ড্রাইভে ফাইল শেয়ার করবো কীভাবে?

    গুগল ড্রাইভের অন্যতম সুবিধা হলো ফাইল শেয়ারিং। এর মাধ্যমে খুব সহজেই কোনো ফাইল শেয়ার করা যায়। গুগল ড্রাইভের মাধ্যমে ফাইল শেয়ার করার জন্যঃ
    1. প্রথমেই যে ফাইলটি শেয়ার করা হবে তা খুঁজে বের করে এর ডান পাশের থ্রি ডট (Three Dot) আইকনে ক্লিক করতে হবে।
    2. এখন অনেকগুলো অপশন চলে আসবে এর মধ্যে সবচেয়ে উপরের শেয়ার (Share) বাটনে প্রেস করতে হবে।
    3. শেয়ার বাটনে প্রেস করার পর নতুন একটি পেজ ওপেন হবে। এখান থেকে যার যার কাছে ফাইলটি শেয়ার করা হবে তার ইমেইল আইডি দিয়ে শেয়ার করতে হবে।
    4. নির্দিস্ট কাউকে শেয়ার না করে লিংক শেয়ার করতে চাইলে নিচের দিকে Not Shared উপশনে ক্লিক করতে হবে।
    5. এরপর Link settings থেকে Change অপশনে ক্লিক করে Restricted থেকে Anyone with the link করে দিতে হবে।
    6. এরপর আবার যে ফাইলটি শেয়ার করা হবে সেখানে ফিরে আসতে হবে। এবং আবার এর ডান পাশের থ্রি ডট (Three Dot) আইকনে ক্লিক করতে হবে।
    7. ক্লিক করার পর মেনু থেকে কপি লিংক (Copy link) এ ক্লিক করলেই ফাইলের লিংক কপি হয়ে যাবে।
    8. এরপর যাকে ফাইলটা শেয়ার করতে হবে তাকে লিংকটা দিয়ে দিলেই হয়ে যাবে।

    গুগল ড্রাইভে শেয়ারকৃত ফাইল ডাউনলোড করবো কীভাবে?

    গুগল ড্রাইভে কারো কাছে কোনো ফাইলের লিংক শেয়ার করা হলে সেখান থেকে খুব সহজেই ফাইলটি ডাউনলোড করা যায়। গুগল ড্রাইভে শেয়ারকৃত ফাইল ডাউনলোড করার জন্য প্রথমে ফাইলের লিংক টি নিয়ে কোনো ব্রাউজারে ওপেন করতে হবে। সেখান থেকে উপরের বাম পাশে ডাউনলোড আইকনে ক্লিক করে খুব সহজেই ফাইলটি ডাউনলোড করা যায়। কিন্ত ফাইলের লিংক ব্রাউজারে ওপেন করার পর ডাউনলোড আইকন দেখতে পাওয়া না গেলে Google Drive Direct Download Link Generator এর সাহায্য নিয়ে ফাইলটি ডাউনলোড করতে হবে।

    Google Drive Direct Download Link Generator কী?

    Google Drive Direct Download Link Generator হলো একটি টুল যা Google Drive এ শেয়ারকৃত কোনো ফাইলের সরাসরি ডাউনলোড লিংক তৈরি করে। এই টুল ব্যবহার করে শুধু মাত্র ১ ক্লিকের মাধ্যমেই Google Drive এ শেয়ারকৃত কোনো ফাইলের সরাসরি ডাউনলোড লিংক তৈরি করা যায়।আপনি এই টুল ব্যবহার করে আপনার গুগল ড্রাইভের ফাইলগুলির একটি সরাসরি ডাউনলোড লিঙ্ক তৈরি করতে পারেন। এই টুল ব্যবহার করা খুব সহজ; আপনাকে যা করতে হবে তা হলো গুগল ড্রাইভ থেকে ফাইলটির শেয়ারকৃত লিঙ্কটি কপি করে এই টুলে পেস্ট করতে হবে। টুলটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ফাইলটি পড়বে এবং প্রদত্ত গুগল ড্রাইভ শেয়ারকৃত লিঙ্কের একটি সরাসরি ডাউনলোড লিঙ্ক তৈরি করবে। এবং লিংক টি কপি করে নতুন ট্যাব ওপেন করে সেখানে পেস্ট করে দিলেই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে।







    Generate Youtube Video Embed Code For Free







    ইউটিউব ভিডিও এমবেড কোড জেনারেট করার জন্যঃ

    1. যে ভিডিওর এমবেড (Embed) তৈরি করতে চান সেই ভিডিওর URL কপি করে উপরের Youtube Video Embed Code Generator এর ইউটিউব ভিডিও ইউআরএল (YouTube Video URL) অংশে দিন।
    2. এরপর Frame Length এর জায়গায় আপনার ওয়েবসাইটে এমবেড ভিডিওর Hight যত হবে তা দিন।
    3. Frame Width এর জায়গায় আপনার ওয়েবসাইটে এমবেড ভিডিওর Width যত হবে তা দিন।
    4. এরপর Video Start Time অংশে ভিডিওটি কত সময় থেকে শুরু হবে সেটা দিন (সেকেন্ড এককে)।
    5. এখন Generate Youtube Video Embed Code বাটনে ক্লিক করে ১০ সেকেন্ড অপেক্ষা করুন। আপনার ইউটিউব ভিডিওর এমবেড কোড অটোমেটিক জেনারেট হয়ে যাবে।
    6. সবশেষে কোড জেনারেট হয়ে গেলে Copy Embed Code বাটনে ক্লিক করে কপি করার পর এটি আপনার ওয়েবসাইটের যে অংশে দেখাতে চান সেখানে পেস্ট করুন।

    YouTube Video Embed Code Generator | ইউটিউব ভিডিও এমবেড কোড জেনারেটর


    YouTube Video Embed Code কী?

    YouTube Video Embed Code হলো ইউটিউইবের ভিডিও ইউটিউবের ওয়েবসাইট বা অ্যাপ ছাড়া অন্য ওয়েবসাইটে দেখানোর জন্য HTML কোড। ইউটিউব ভিডিও এমবেড কোড বোঝার আগে আমাদের আগে জানতে হবে যে এমবেড কোড কী। Embed Code হলো ভাষার প্রদানকৃত একটি ছোট HTML কোড যা কোনো ব্যবহারকারী তার ওয়েবসাইটের কপি পেস্ট করতে পারে। এই কোডে সাধারণত উৎসের লিংক, উচ্চতা এবং প্রস্থ উল্লেখ করা থাকে। অনেক ওয়েবসাইট আছে যারা তাদের কন্টেন্ট নিজেদের ওয়েবসাইট ছাড়াও অন্যান্য থার্ড পার্টি ওয়েবসাইটে প্রদর্শন করার অনুমতি প্রদান করে থাকে। ফলে সেই ওয়েবসাইট গুলোকে কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে প্রদর্শন করানোর জন্য HTML কোডের প্রয়োজন হয়। এই HTML কোডই হলো Embed Code। ইউটিউবও তাদের ভিডিও অন্যান্য থার্ড পার্টি ওয়েবসাইটে দেখানোর অনুমতি প্রদান করে থাকে। ফলে ইউটিউবের ভিডিও গুলোকে অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে প্রদর্শন করানোর জন্য যে  HTML কোডের প্রয়োজন হয় তাকে YouTube Video Embed Code বলে।


    YouTube Video Embed Code কীভাবে তৈরি করা যায়?

    মূলত দুটি উপায়ে YouTube Video Embed Code  তৈরি করা যায়। প্রথমত, আপনি যেই ভিডিও এর এমবেড কোড তৈরি করতে চান সরাসরি  সেই YouTube ভিডিও এর URL কপি করতে পারেন এবং আমাদের YouTube ভিডিও এমবেড কোড জেনারেটরে পেস্ট করতে পারেন, আমাদের টুল তাৎক্ষণিকভাবে আপনার জন্য এমবেড কোড তৈরি করবে। এবং অন্য আরেকটি উপায় হলো আপনি সেই ভিডিওটি ইউটিউবে প্লে করতে পারেন এবং ভিডিও এর যেকোনো জায়গায় মাউস পয়েন্টার রেখে রাইট বাটনে ক্লিক করলে একটি মেনু ওপেন হবে। সেখান থেকে Copy Embed Code এ ক্লিক করলে ভিডিওটির এমবেড কোড কপি হয়ে যাবে। এই কাজটি ইউটিউব অ্যাপ থেকে করা যাবে না। এটা করার জন্য আপনার ডেস্কটপ বা ল্যাপটপ ব্রাউজারের প্রয়োজন হবে। ডেস্কটপ বা ল্যাপটপ ছাড়া মোবাইলে ইউটিউব ভিডিও এমবেড কোড জেনারেট করার জন্য আপনাকে প্রথম অংশে দেখানো উপায় অনুসরণ করতে হবে।


    YouTube Video Embed Code কীভাবে ব্যবহার করতে হয়?

    ইউটিউব ভিডিও এমবেড কোড ব্যবহার করা একদম সোজা। আপনার ওয়েবসাইটের যে অংশে ইউটিউবের ভিডিওটি প্রদর্শন করাতে চান Embed Code টি কপি করে সেখানে পেস্ট করলেই হয়ে যাবে।


    YouTube Video Embed Code কোথায় ব্যবহার করা হয়?

    YouTube Video Embed Code ব্যবহার করার জন্য আপনার অবশ্যই একটি ওয়েবসাইটের প্রয়োজন হবে। এটি কোনো ওয়েবসাইটের অংশে ব্যবহার করতে হয়।


    YouTube Video Embed Code কেন ব্যবহার করা হয়?

    কোনো ওয়েবসাইট বা ব্লগ সাইট তৈরি করা সহজ কিন্ত সাইটের প্রতি লোকজনকে আকৃষ্ট করা এবং তাদেরকে সাইটে ধরে রাখা অনেক কঠিন কাজ। এজন্য আপনাকে অবশ্যই একটি মনোরম, গতিশীল এবং ডায়নামিক ওয়েবসাইট নির্মাণ করতে হবে। স্টাইল, অ্যানিমেশন, রঙ, হাইলাইট করা ছবি এবং সুন্দর বিষয়বস্তু নির্ধারণ করে আপনার ওয়েবসাইটকে ভিজিটরদের মনোযোগ আকর্ষণ করাতে হবে।

    ইউটিউব হলো ইন্টারনেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট যেখানে ভিডিও প্লে করা হয় এবং এখানে মানুষ সবচেয়ে বেশি সময় ব্যায় করে। এখন যদি ইউটিব ভিডিও এমবেড কোড ব্যবহার করে কোনো ওয়েবসাইটে ইউটিউবের ভিডিও স্থাপন করা হয় তাহলে দর্শকরা সেই ওয়েবসাইটে স্বাভাবিকের চেয়ে বেশি সময় ব্যয় করবে। ফলে সেই ওয়েবসাইটের engagement বৃদ্ধি পাবে। এবং তারা যদি শেয়ার করে তাহলে ওয়েবসাইটের ভিজিটর সংখ্যাও বৃদ্ধি পাবে।

    এটি মূলত কোনো ওয়েবসাইটকে সুন্দর আকর্ষনীয় এবং ইউজার ফ্রেন্ডলি করার জন্য ব্যবহার করা হয়।


    YouTube Video Embed Code ব্যবহার করতে কি অনুমতি প্রয়োজন হয়?

    এক কথায় বলতে গেলে হ্যাঁ, YouTube Video Embed Code ব্যবহার করতে অনুমতি প্রয়োজন হয়। সবসময় প্রয়োজন না হলেও কিছু কিছু ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে কোনো  ভিডিও এমবেড করতে ক্রিয়েটরের অনুমতির প্রয়োজন হয়।

     







    Blogger Meta Tags Generator







    Meta Tag জেনারেট করার জন্যঃ

    1. উপরের Blogger Meta Tag Generator এ Title অংশে আপনার পোস্ট বা পেজের টাইটেল দিন।
    2. Author অংশে আপনার নিজের নাম দিন।
    3. Discription অংশে আপনার পোস্ট বা পেইজ কী নিয়ে সেটা লিখুন।
    4. Keyword অংশে আপনার পোস্ট বা পেইজের কিওয়ার্ড দিন (যেগুলো দিয়ে গুগলে সার্চ করলে আপনার পোস্ট শো করবে)। প্রতিটি কিওয়ার্ড লেখার পর কমা দিন।
    5. এর পরের অংশে ড্রপডাউন মেনু থেকে আপনার পোস্ট বা পেইজের ভাষা সিলেক্ট করুন।
    6. Allow robots to Index অংশে আপনার পোস্ট বা পেইজ যদি সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করাতে চান তাহলে Yes আর ইন্ডেক্স না করাতে চাইলে No সিলেক্ট করুন।
    7. এর পরের অংশে আপনার কন্টেন্ট কী ধরনের তা সিলেক্ট করুন।
    8. এখন বাটনে ক্লিক করে ১০ সেকেন্ড অপেক্ষা করুন। আপনার মেটা ট্যাগ অটোমেটিক তৈরি হয়ে যাবে।
    9. সবশেষে Copy Meta Tags Code বাটনে ক্লিক করার মাধ্যমে কপি করে আপনার ওয়েব পেইজে পেস্ট করুন।

    Meta Tags Generator For blogspot blogger SEO


    Meta Tag কী?

    Meta Tag হলো meta elements এর অংশ যা ওয়েব পেজ সম্পর্কে স্ট্রাকচার্ড মেটাডেটা প্রদান করে। ডেটা (তথ্য) সম্পর্কিত ডেটাকে মেটাডেটা বলে। Meta tag ব্যবহার করে ডকুমেন্টে মেটাডেটা যেমনঃ পেজের বর্ণনা, website author এর নাম, আপডেট তারিখ, কীওয়ার্ডস এবং অন্যান্য তথ্য প্রদান করা হয়। ব্রাউজার মেটাডেটা প্রদর্শন করে না। মেটা ট্যাগগুলি কোনো একটি ওয়েব পেজ সম্পর্কে তথ্য প্রদান করে যা সার্চ ইঞ্জিনগুলোকে সঠিকভাবে সনাক্ত করতে সাহায্য করতে পারে। মেটা ট্যাগ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)  এর কেন্দ্রবিন্দু। ওয়েবসাইট গুলোকে সার্চ ইঞ্জিনে প্রথম দিকে র‍্যাংকিং এর জন্য মেটাডেটা ব্যবহার করা হয়।


    <meta> ট্যাগ সবসময় ওয়েবসাইটের <head> এলিমেন্টের ভিতরে থাকে এবং সাধারণত ক্যারেক্টার সেট, পেজের বর্ণনা, কীওয়ার্ড, ডকুমেন্টের লেখক এবং ভিউপোর্ট সেটিংস ইত্যাদি নির্দিষ্ট করতে ব্যবহৃত হয়। এটা যদিও এসইও এর জন্য গুরুত্বপুর্ণ কিন্ত কোনো কোনো সার্চ ইঞ্জিন মনে করে যে তাদের কাছে মেটা ট্যাগ এর কোনো মূল্য নেই। আবার কোনো কোনো সার্চ ইঞ্জিন মনে করে এটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। গুগল, "content", "robot", "google", "google-site-verification", "Content-type", "refresh" এবং "google-bot" সমর্থন করে।


    Meta tags attributes

    Meta tags attributes এর উপাদান গুলো হলোঃ

    1. Title
    1. Author
    1. Discription
    1. Keywords
    1. Language
    1. Robots
    1. Content-Type

    টাইটেল (Title) ট্যাগঃ On page SEO এর ক্ষেত্রে টাইটেল ট্যাগ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। এই ট্যাগ সার্চ ইঞ্জিন গুলোকে জানিয়ে দেয় যে পৃষ্ঠা টি কী সম্পর্কে। সার্চ ইঞ্জিনে ভালো র‍্যাংকিং এর জন্য শিরোনামে প্রাথমিক এবং মাধ্যমিক কীওয়ার্ডগুলি অন্তর্ভুক্ত করা প্রয়োজন। টাইটেল ট্যাগগুলি সার্চ ইঞ্জিনে ফলাফল পেইজে প্রদর্শিত হয়। ফলে নির্দিশ ফলাফলে ক্লিক করার সময় এটি ব্যবহারকারীদের আচরণকে প্রভাবিত করে। আবার পেইজের লিংকটি ফেসবুক, টুইটার সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে এই টাইটেল ট্যাগটি প্রদর্শিত হয়। ফলে ব্যবহারকারীরা জানতে পারে লিংটি কী সম্পর্কে।


    অথোর (Author) ট্যাগঃ Author ট্যাগ এর মাধ্যমে সার্চ ইঞ্জিন গুলো জানতে পারে যে এই পেইজ বা পোস্টের মাধ্যমে লেখক কে।


    ডিসক্রিপশন (Discription) ট্যাগঃ ডিসক্রিপশন ট্যাগ একটি ওয়েব পেজের বিষয়বস্তুর বর্ণনা বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করে। ডিসক্রিপশন অ্যাট্রিবিউট ইয়াহুর মতো বেশিরভাগ প্রধান সার্চ ইঞ্জিন দ্বারা সমর্থিত।


    কিওয়ার্ড (Keywords) ট্যাগঃ On page SEO এর ক্ষেত্রে কিওয়ার্ড ট্যাগ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। 1995 সালে Infoseek এবং AltaVista মতো সার্চ ইঞ্জিন দ্বারা কীওয়ার্ড বৈশিষ্ট্যটি জনপ্রিয়তা লাভ করে।


    ল্যাঙ্গুয়েজ (Language) ট্যাগঃ ল্যাঙ্গুয়েজ ট্যাগ দ্বারা সার্চ ইঞ্জিন বুঝতে পারে ওয়েবপেজটি মূলত কোন ভাষায় রয়েছে। এটি সাধারণত ভাষার নামের জন্য একটি IETF ভাষা ট্যাগ। যখন একটি ওয়েবপেইজ একাধিক ভাষায় লেখা হয় তখন এটি সবচেয়ে বেশি বার ব্যবহৃত হয়।


    রোবোট (Robots) ট্যাগঃ রোবোট ট্যাগ সার্চ ইঞ্জিন ক্রলার রোবোটদের কে নির্দেশ দেয় একটি ওয়েবসাটের কোন পেজ বা ফাইল গুলোকে তারা ক্রল করতে অনুরোধ করতে পারে এবং কোন গুলো পারে না। গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিন গুলো কোনো ওয়েবসাইটকে সঠিকভাবে ক্রল করার জন্য রোবোট ট্যাগটি দেখে থাকে।


    কন্টেন্ট টাইপ (Content-Type) ট্যাগঃ কন্টেন্ট টাইপ ট্যাগ এর মাধ্যমে সার্চ ইঞ্জিন ক্রলাররা বুঝতে পারে যে ওয়েবপেইজ টি কোন ধরণের কন্টেন্ট টাইপে লেখা।








    Free Blogger Sitemap Generator


    এখান থেকে XML sitemap কপি করে Blogger Custom robots.txt তে পেস্ট করুন!




    সাইটম্যাপ জেনারেট করার জন্যঃ

    1. http/https ছাড়া আপনার ওয়েবসাইটের URL দিন।
    2. Generate Robot.txt XML sitemap generator বাটনে ক্লিক করুন।
    3. সাইটম্যাপ জেনারেট হয়ে গেলে Copy XML Sitemap বাটনে ক্লিক করে কপি করার পর এটি Blogger Custom robots.txt তে পেস্ট করুন।
    SEO এর ক্ষেত্রে Robot.txt XML sitemap গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে। Robot.txt সাইটম্যাপ Google, Bing, Yahoo, Yandex, DuchDuckGo এবং অন্যান্য ওয়েব ক্রলারকে website কে index করতে সাহায্য করে।

    Robot.txt XML Sitemap কী?

    Robot.txt XML Sitemap হলো একটি robot.txt ফাইল যা সার্চ ইঞ্জিন ক্রলার রোবোটদের কে নির্দেশ দেয় একটি ওয়েবসাটের কোন পেজ বা ফাইল গুলোকে তারা ক্রল করতে অনুরোধ করতে পারে এবং কোন গুলো পারে না। গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিন গুলো কোনো ওয়েবসাইটকে সঠিকভাবে ক্রল করার জন্য Robot.txt পড়ে। এই ফাইল সার্চ ইঞ্জিন গুলোকে জানায় যে কোন পৃষ্ঠা এবং ফাইলগুলি ওয়েবসাইটের জন্য দরকারি কোন অ-দরকারি। একইসাথে এটি পেজ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করে যেমন এটি সর্বশেষ কবে আপডেট করা হয়েছে এবং কতবার আপডেট করা হয়েছে।

    Robot.txt XML sitemap generator for blogger blogspot

    সাইটম্যাপঃ সাইটম্যাপ হলো কোনো ওয়েবসাইটের যতগুলো পৃষ্ঠা আছে তার একটি তালিকা। Robots.txt ফাইলগুলি ওয়েবসাইটের কোনো অংশ এড়িয়ে চলতে ব্যবহার করা হয় এবং সাইটম্যাপ রোবটগুলিকে পৃষ্ঠা গুলোর তালিকা দেওয়ার জন্য ব্যবহার করা হয়। গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিন এই ফাইলটি পড়ে, যাতে তার ওয়েবসাইটকে আরো বুদ্ধিমানের সাথে ক্রল করতে পারে। সাইটম্যাপ সার্চ ইঞ্জিনকে ওয়েবসাইটের ফাইলগুলো সম্পর্কে দরকারী তথ্য প্রদান করে।

    সাইটম্যাপের প্রয়োজনীয়তাঃ সঠিক ভাবে SEO করার জন্য XML sitemap গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে। সাইটম্যাপের মাধ্যমে সহজেই সার্চ ইঞ্জিন রোবটদের জন্য কোনো ওয়েবসাইটের সমস্ত পৃষ্ঠা আবিষ্কারের পথ সুগম করতে পারে। XML সাইটম্যাপ ফাইল কোনো ওয়েবসাইট বা ব্লগের ওয়েব পেজ এবং পোস্টের জন্য একটি ডিরেক্টরি হিসেবে কাজ করে।

    Blogger এ Robot.txt XML sitemap যুক্ত করবো কীভাবে?

    গুগল ব্লগারে খুব সহজেই সাইটম্যাপ যুক্ত করা যায়। Blogger এ কীভাবে Robot.txt XML sitemap যুক্ত করা যায় তা ধাপে ধাপে নিচে দেখানো হলো।


    ধাপ ১ঃ আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস (URL) দেওয়ার মাধ্যমে উপরে থেকে সাইটম্যাপ তৈরি করে কপি করুন।

    ধাপ ২ঃ এরপর ব্রাউজারে নতুন একটি ট্যাব ওপেন করে ব্লগার (Blogger) এ লগইন করুন।

    ধাপ ৩ঃ ব্লগারে লগইন করার পর সেটিংস (settings) অপশন থেকে নিচের দিকে স্ক্রল করে Crawling and Indexing অপশনে গিয়ে  Custom robots.txt অপশন enable করে দিতে হবে।

    ধাপ ৪ঃ Custom robots.txt অপশন enable হয়ে গেলে নিচের বক্স এ কপি করা কোড টা পেস্ট করে সেভ করতে হবে।


    Robot.txt XML sitemap generator for blogger blogspot

    এভাবে খুব সহজেই ব্লগারে সাইটম্যাপ যুক্ত করা যায়। একবার সাইটম্যাপ যুক্ত করার পর সার্চ ইঞ্জিনগুলিকে ম্যানুয়ালি পিং করার প্রয়োজন হয়না কারণ তারা স্বয়ংক্রিয়ভাবে আপনার ওয়েবসাইটের XML সাইটম্যাপ ফাইলগুলো অনুসন্ধান করতে পারে।